পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সক্রিয় হয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা ব্রিটেনে কাজ শুরু করেছে। এ ছাড়া পাচারের সঙ্গে জড়িত কয়েকশ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে বিদেশি আইন প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ প্রক্রিয়াধীন।
শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সভায় ডেপুটি গভর্নর হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, আমরা কয়েকটি ল ফার্মকে নিয়োগ দিচ্ছি। তারা পাচারকারীদের বিষয়ে আইনি পদক্ষেপ নেবে। যদি তারা টাকা ফেরত আনতে সক্ষম হয়, তাহলে একটি নির্দিষ্ট অংশ কমিশন হিসেবে পাবে।
তিনি আরও জানান, বিদেশে পাচারের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে জটিল হলেও বাংলাদেশ ব্যাংক এতে গুরুত্ব সহকারে কাজ করছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রসঙ্গে গভর্নর বলেন, তাদের টাকা ছাড়াও বাংলাদেশ চলতে পারে। আমাদের রিজার্ভ প্রায় ২৬ বিলিয়ন ডলার। তবে আইএমএফ আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে মতানৈক্য নেই, বরং উন্নয়নের অংশীদার হিসেবে তাদের টেকনিক্যাল সহায়তা আমরা নিচ্ছি।