Logo

প্রবাস

যুক্তরাষ্ট্রে এক বিলিয়ন ডলারের লটারির ড্র আজ

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

যুক্তরাষ্ট্রে এক বিলিয়ন ডলারের লটারির ড্র আজ

‘যদি লাইগ্যা যায়’ তাহলে বড়দিনে কারও ভাগ্যে বড় আশা পূরণ হতে পারে। মার্কিন নাগরিকদের কেউ এই বড়দিনে প্রচুর অর্থ হাতে পেতে যাচ্ছেন। যিনি অন্য লোকদের উদযাপন বা উপভোগ করতে পছন্দ করেন না তাদের জন্য এটা গ্রিঞ্চ হবে না। বিশেষ করে একজন ব্যক্তি যিনি ক্রিসমাস পছন্দ করেন না।

মঙ্গলবার (২৪ ডিসেন্বর) রাতে যুক্তরাষ্ট্রের বৃহত্তম লটারি মেগা মিলিয়নস জ্যাকপট ড্রয়ের আগে এক বিলিয়ন ডলারে পৌঁছেছে। লটারি ওয়েবসাইট অনুযায়ী, এককভাবে জিতলে বিজয়ী একক সমষ্টি বিকল্প বেছে নিলে মোট পরিমাণের অর্ধেকের কম পাবেন। তবে ৪৪৮ দশমিক ৮ মিলিয়ন হলেও এটি অনেকগুলো উপহার মোড়ানোর জন্য যথেষ্ট। যদি কেউ মেগা মিলিয়নস জ্যাকপটের বিজয়ী হয়ে যান, তবে এটি ডিসেম্বরে জেতা সবচেয়ে বড় পুরস্কার হবে।

ড্রটি হবে বড়দিনের আগের রাত ১১টা ইস্টার্ন টাইমে। যার অর্থ হলো কোনো সৌভাগ্যবান বিজয়ীর জন্য বড়দিন হবে আরো বিশেষ।

মেগা মিলিয়নসের ইতিহাসে কিছু বৃহৎ জয়ের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ঘটেছে। সবচেয়ে বড় পুরস্কার গত বছর ফ্লোরিডার একক বিজয়ীর কাছে গেছে যিনি ১.৬ বিলিয়ন ডলারের জ্যাকপট জিতেছিলেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর