Logo

প্রবাস

অভিবাসীদের জন্য ‘রেড কার্ড’ বিতরণ শুরু করল যুক্তরাষ্ট্র

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩

অভিবাসীদের জন্য ‘রেড কার্ড’ বিতরণ শুরু করল যুক্তরাষ্ট্র

‘আপনার অধিকার জানুন’ বা ‘নো ইওর রাইটস সংক্রান্ত’ রেড কার্ড বিতরণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস’র অভিবাসনবিষয়ক অফিসের সহায়তায় ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) অভিবাসী সম্প্রদায়ের সদস্যদের জন্য এসব কার্ড এবং অন্যান্য সংস্থান বিতরণ করছে।

দেখতে ক্রেডিট কার্ডের মতো এই কার্ডগুলো অভিবাসীদের ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে মোলাকাতে তাদের সাংবিধানিক অধিকার জানাতে সহায়তা করবে বলে জানিয়েছে কমিউনিটি রিসোর্স গাইড ফর ইমিগ্র্যান্ট অ্যাঞ্জেলেনোস। এই কার্ডগুলো নাগরিক-অনাগরিক উভয়ের জন্যই প্রযোজ্য।

৩.৫” x ২” আকারের এই কার্ডগুলো ১৬টি ভাষায় প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল এবং টিগরিনিয়া ভাষা অন্তর্ভুক্ত।

এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির প্রতিক্রিয়া হিসেবে গৃহীত পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল, আইসিই এবং সিবিপি কর্মকর্তারা স্কুল ও চার্চের মতো সংবেদনশীল এলাকাতেও গ্রেপ্তার অভিযান চালাতে পারবে। এই পরিস্থিতিতে এলএইউএসডি তার ‘We Are One’ ক্যাম্পেইন পুনরায় চালু করেছে, যা সব শিক্ষার্থীর জন্য নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর