ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিল বিএনপি নেতারা

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫

ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাত হবে বলে আশা করা হচ্ছিল। তবে অনুষ্ঠানে ট্রাম্প ভার্চুয়াল বক্তব্য দেওয়ায় সে সুযোগ আর হয়নি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ভার্চুয়াল বক্তব্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টিয়াল কমিশন গঠনের ঘোষণা দেন ট্রাম্প।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপি নেতাদের সঙ্গে ট্রাম্পের সরাসরি সাক্ষাৎ না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দলটির একটি সূত্র জানিয়েছে। সূত্রটির মতে, এ ঘটনা দলের ইমেজের জন্য ক্ষতিকর হতে পারে।
কেআই/এমজে/এমএইচএস