Logo

প্রবাস

নিউইয়র্ক মেয়রের মামলা বাতিল করায় ফেডারেল প্রসিকিউটরের পদত্যাগ

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১

নিউইয়র্ক মেয়রের মামলা বাতিল করায় ফেডারেল প্রসিকিউটরের পদত্যাগ

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করার নির্দেশ দেওয়ায় সাদার্ন জেলা মার্কিন অ্যাটর্নি ড্যানিয়েল সাসুন তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ম্যানহাটনে শীর্ষ ফেডারেল প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন এবং নিউইয়র্কের সাদার্ন জেলা জুড়ে ফেডারেল অপরাধ তদন্তের তত্ত্বাবধান করেছিলেন। 

মার্কিন অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সাসুন পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ‘নিউইয়র্কের মেয়রের আইনজীবীরা বারবার এমন চাপ প্রয়োগ করেছেন, যার ফলে কেসটি বাতিল করা হলে ট্রাম্পকে অভিবাসন সহায়তা দেওয়ার সম্ভাবনা তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘এই দ্রুত এবং তুচ্ছ প্রক্রিয়া দেখে আমি স্তম্ভিত। মনে হচ্ছে, অ্যাডামসের আইনজীবীদের সঙ্গে সহযোগিতায় এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে এবং আমার সরাসরি মতামত ছাড়া মামলার চূড়ান্ত যুক্তিগুলি নির্ধারণ করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছর ন্যায়বিচার বিভাগ নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে, যা ছিল শহরের আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো একজন অধিনিষ্ফিত মেয়রের বিরুদ্ধে দায়ের করা মামলা। তবে অ্যাডামস সব অভিযোগ অস্বীকার করেন।

এটিআর/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর