নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক দ্বীন মোহাম্মদের নিয়োগ বাতিল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদকে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এসআইবি/এমএইচএস