চুরির অভিযোগে দুই কিশোরকে খুঁটিতে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:৪২

চুরির অভিযোগ তুলে দুই কিশোরের মাথার চুল কেটে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৮ মার্চ উপজেলার মায়ের দোয়া আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারী লিমন পাইক (১৭) ৭০ হাজার টাকা চুরি করে ঢাকায় পালিয়ে যান বলে অভিযোগ করেন ফ্যাক্টরির মালিক হাসান ফকির। পরে ঈদের পরের দিন (১ এপ্রিল) লিমন ও তার বন্ধু ইমন মোল্লাকে ঢাকার মোহাম্মদপুর থেকে ধরে এনে আগৈলঝাড়ায় নিয়ে আসেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২ এপ্রিল সকালে ফ্যাক্টরির মালিক ও স্থানীয় কয়েকজন মিলে দুই কিশোরের মাথার চুল কেটে দেন। এরপর ‘চোর’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে পুরো বাজারে ঘোরানো হয় এবং পরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
নির্যাতনের শিকার ইমনের বাবা বাবুল মোল্লা বলেন, ‘আমার ছেলে যদি চুরি করেও থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেত। এভাবে প্রকাশ্যে নির্যাতন করা ঠিক হয়নি। আমি আইনি ব্যবস্থা নেব।’
তবে এ বিষয়ে ফ্যাক্টরির মালিক হাসান ফকির বলেন, ‘আমার ফ্যাক্টরি থেকে টাকা চুরি হয়েছে। আমি তাদের খুঁজে এনেছি। বাজারের লোকজন তাদের মাথার চুল কেটেছে ও খুঁটির সঙ্গে বেঁধেছে।’
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘চুরির অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্যাতনের বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’