Logo

ধর্ম

আপনার ও প্রতিষ্ঠানের জাকাত হিসাব করে দেবে ‘এসএআরসি’

বেলায়েত হুসাইন

বেলায়েত হুসাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৬:২৯

আপনার ও প্রতিষ্ঠানের জাকাত হিসাব করে দেবে ‘এসএআরসি’

নগদ অর্থ, স্বর্ণ-রুপাসহ আরও বেশকিছু সম্পদের ওপর জাকাত ফরজ হয়। কিন্তু কীভাবে এবং কতটুকু সম্পদ জাকাত দিতে হবে- এই হিসাব অনেকেই ঠিকমতো জানেন না। তাদের জন্যই দারুণ সুযোগ নিয়ে এসেছে ‘শারীয়াহ এ্যাডভাইজারি এন্ড রিসার্চ কাউন্সিল’ (এসএআরসি)।

সোমবার (১০ মার্চ) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরেণ্য ইসলামি অর্থনীতিবিদ মুফতি মাসুম বিল্লাহ বাংলাদেশের খবরকে জানিয়েছেন, তারা যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাকাতের যাবতীয় হিসাব করে দেওয়ার ‍উদ্যোগ নিয়েছেন। 

এই উদ্যোগের আওতায় এসএআরসির সেবাসমূহ হলো—

১. পার্সোনাল জাকাত ক্যালকুলেশন (স্বর্ণ, রুপা, নগদ, সম্পদ ইত্যাদি)।

২. কর্পোরেট জাকাত হিসাব (স্টক, প্রফিট, দেনা-পাওনা ইত্যাদি)।

৩. অটোমেটেড জাকাত ফর্মুলা ও টুলস।

৪. শরিয়াহ পরামর্শ ও যাচাই।

৫. বার্ষিক জাকাত রিপোর্ট।

সেবা গ্রহণের ধাপসমূহ—

১. জাকাতের তথ্য এসএআরসির নির্দিষ্ট ফর্মে দিন।

২. প্রতিষ্ঠানটির শরিয়াহ বিশেষজ্ঞ দল তথ্য পর্যালোচনা করবে।

৩. তিন কার্যদিবসের মধ্যে জাকাত হিসাব ও রিপোর্ট প্রদান করা হবে।

৪. প্রয়োজনে জাকাত বিতরণেও সহায়তা করবে এসএআরসি। 

যোগাযোগ—

ওয়েবসাইট: www.sarcbd.com

ইমেইল: sarcbd24@gmail.com

মোবাইল: +88 0177872880

  • বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর