Logo

আন্তর্জাতিক

‘ওর চোদ্দ গুষ্টি চোর’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯

‘ওর চোদ্দ গুষ্টি চোর’

মহুয়া মৈত্র

নিজেদের দলেরই এক বিধায়ককে ইঙ্গিত করে ‘ওর চোদ্দ গুষ্টি চোর’ বলে আক্রমণ করলেন উপহারের বিনিময়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত ভারতের আলোচিত রাজনীতিবিদ মহুয়া মৈত্র।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বর্নিয়া অঞ্চলে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তৃণমূলের এই সংসদ সদস্য।

মহুয়া যাকে আক্রমণ করেছেন, তিনি তাদেরই দলের ওই কেন্দ্রের বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগে সপরিবারে জেলবন্দি ছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের সাবেক এ সভাপতি।

ওই বক্তব্যে মহুয়া আরও বলেন, ‘যার জন্য দল কালিমালিপ্ত হয়েছে, যার জন্য সরকার প্রায় পড়ে গিয়েছে, আজ অবধি কেস চলছে, এফআইআর হয়েছে, চার্জশিট হয়েছে, তারা ভোটের আগে এলাকায় ঢুকবে, মিটিং করবে! আমাদের তাই মেনে নিতে হবে? আমরা কি মরে গিয়েছি? কী মনে হয় আপনাদের? আমি এগুলো বলি না, কোনো দিন বলি না। আজ বাধ্য হয়ে বলছি। যারা দলকে কালিমালিপ্ত করেছে, এরা ডাকাত, রঘু ডাকাত। এরা ছিঁচকে চোর নয়, পকেটমার নয়, ওর বৌ চোর, ছেলে চোর, চোদ্দ গুষ্টি চোর।’

কর্মীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে মহুয়া বলেন, ‘আমি কি বার্নিয়ার বুকে স্টেজে দাঁড়িয়ে মিটিং করে মিথ্যা কথা বলতে এসেছি? বাস্তব কথাই বলছি। এই দলের আমি সৈনিক। মমতা ব্যানার্জির সৈনিক। এই দুই-তিনটা চোর-ডাকাতের জন্য আমাদের সকলকে কালিমালিপ্ত হচ্ছে।’ 

তবে এই ঘটনায় মানিক ভট্টাচার্য কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। প্রতিক্রিয়া দেননি নদিয়ার কোনো তৃণমূল নেতাও। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর