Logo

আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল

হামাস ও ইসরায়েলের মধ্যে গাজার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে ইসরায়েল।

ফিলিস্তিনি সূত্রগুলো সিনহুয়াকে জানিয়েছে, মধ্য পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বন্দিদের বহনকারী বাসগুলো বেইতুনিয়া এলাকার একটি অভ্যর্থনা কেন্দ্রের দিকে রওনা হয়েছে।

হামাস সংশ্লিষ্ট প্রিজনার্স ইনফরমেশন অফিস জানিয়েছে, সপ্তম ও অষ্টম ব্যাচের বন্দি মুক্তির বিষয়টি একীভূত করা হয়েছে। যার ফলে মোট ৬৪২জন বন্দি মুক্তি পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সহায়তায় মিসর ও কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এসব বন্দি মুক্তি পাচ্ছেন। হামাস এটিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ যাবৎকালের সবচেয়ে বড় বন্দি মুক্তির ঘটনা বলে উল্লেখ করেছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, সপ্তম ও অষ্টম ব্যাচের বন্দিদের মুক্তির মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের একটি অর্জন আমরা প্রত্যক্ষ করছি, যা যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ পর্যন্ত সবচেয়ে বড় বন্দি মুক্তি।

তিনি আরও বলেন, হামাস যে কোনো বিনিময় চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের মুক্তিকে অগ্রাধিকার দেয়। তিনি আরও উল্লেখ করেছেন যে, তারা মৃতদেহ বিনিময়ের জন্য নতুন পদ্ধতি সম্পর্কিত মধ্যস্থতাকারীদের অনুরোধে সাড়া দিয়েছেন। যা প্রক্রিয়াটির প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতি নিশ্চিত করে।

মঙ্গলবার হামাস ঘোষণা করেছে, ফিলিস্তিনি বন্দিদের বিলম্বিত মুক্তি নিয়ে তারা একটি বিরোধ নিষ্পত্তি করেছে, যা মূলত গত শনিবার হওয়ার কথা ছিল। কায়রোতে হামাসের প্রতিনিধি দল ও মিসরীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই প্রস্তাব আনা হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের কাছ থেকে আশ্বাস দাবির পরে বন্দিদের মুক্তিতে এই বিলম্ব হয়। আগের বন্দি বিনিময় কার্যক্রমের সময় হামাস আয়োজিত ‘উসকানিমূলক সামরিক কুচকাওয়াজ’র পুনরাবৃত্তি হবে না। যেটিকে তিনি  ‘ইসরায়েলি জিম্মিদের অধিকারের জন্য অপমানজনক’ বলে মনে করেছিলেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর