Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন করছেন আইনজীবী জন মরগান

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৩

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন করছেন আইনজীবী জন মরগান

যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন প্রভাবশালী আইনজীবী ও রাজনৈতিক দাতা জন মরগান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

জন মরগান তার পোস্টে লিখেছেন, ‘যারা রাজনৈতিকভাবে মাঝখানে আটকে আছি, তাদের জন্য আমি একটি নতুন রাজনৈতিক দল গঠন করছি। আমাদের দুই-দলীয় ব্যবস্থা জেরিম্যান্ডারিং ও বিভাজনমূলক রাজনীতির কারণে ভেঙে পড়েছে। ‘নো লেবেলস’ কোনো বিকল্প নয়। সবাই একটি দল বা গোষ্ঠী চায়।’

তিনি তার পোস্টটি ‘অপেক্ষা করুন’ বলে শেষ করেন। তবে দলের আনুষ্ঠানিক সূচনা বা কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

জন মরগানের বক্তব্যে ইঙ্গিত রয়েছে ‘নো লেবেলস’ নামক রাজনৈতিক গ্রুপের দিকে। যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ‘একতা টিকিট’ প্রস্তাব করলেও পরে সে প্রচেষ্টা থেকে সরে আসে।

গত জুলাই মাসে মরগান ঘোষণা করেছিলেন, তিনি কোনো রাজনৈতিক তহবিল সংগ্রহ প্রচেষ্টায় অর্থ দান করবেন না। একই দিনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান।

সেসময় মরগান এক্স-এ লিখেছিলেন, ‘আপনাকে উত্তেজিত হতে হবে অথবা কোনো রাজনৈতিক পদ পাওয়ার আশা থাকতে হবে, যদি আপনি বন্ধুদের কাছে অর্থ চাইতে যান। আমি দুটোর কোনোটাই নই। এবার অন্যদের পালা।’

মরগানের নতুন দল গঠনের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পুনরায় নির্বাচনী বিজয় ও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ডেমোক্র্যাটদের ভেতরে উদ্বেগ সৃষ্টি করেছে।

ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে নভেম্বরের নির্বাচনে প্রার্থীদের পারফরম্যান্স নিয়ে বিতর্ক চলছে। মধ্যপন্থীরা বলছেন, দলটি খুব বেশি বামপন্থী হয়ে গেছে। অন্যদিকে কিছু উদারপন্থী বলছেন, দলটি যথেষ্ট বামঘেঁষা হয়নি।

  • কেই/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর