Logo

আন্তর্জাতিক

বিজেপির আয়ু কতদিন, জানালেন মমতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১

বিজেপির আয়ু কতদিন, জানালেন মমতা

তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কয়েক বছরের মধ্যেই বিজেপির ক্ষমতা শেষ হয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের এক সভায় তিনি বলেন, ‘২০২৭-২৯ সালের মধ্যে বিজেপি শেষ। আর মাত্র ২-৩ বছর আয়ু আছে। তারপর ওদের আর খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যেই বাংলাকে টার্গেট করবে বিজেপি।’

মমতা বন্দ্যোপাধ্যায়ে তার অভিযোগ, বাংলার বদনাম করতে বিজেপি বারবার কেন্দ্রীয় সংস্থাগুলোর (ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স) অপব্যবহার করছে। তিনি বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে, ততই এজেন্সির তৎপরতা বাড়বে। সব মিডিয়াকে কন্ট্রোল করা হয়, সবাইকে ভয় দেখানো হয়।’

তিনি আরও বলেন, ‘ইলেকশন এলেই মনে পড়ে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। কাকে চোর বলা হবে, কাকে গ্রেপ্তার করা হবে।’

মমতা দলের কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। বিশেষ করে ভোটার তালিকায় কারচুপি ঠেকাতে বুথস্তরের কর্মীদের সক্রিয় হতে বলেছেন তিনি। বলেন, ‘ভোটার লিস্ট যাচাই করতে হবে, তিন দিন পরপর তথ্য দলীয় কার্যালয়ে দিতে হবে।’

ভোটার তালিকা সংক্রান্ত কাজের তদারকির জন্য একটি রাজ্যস্তরীয় কমিটি গঠন করেছেন মমতা। সুব্রত বক্সির নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্যসহ আরও অনেকে।

মমতার এই মন্তব্যকে বিজেপির অনেকেই হালকাভাবে নেননি। রাজ্যের বিজেপি নেতৃত্ব বলেছেন, ‘তৃণমূলই টিকে থাকবে কি না, সেটা নিয়েই সন্দেহ আছে। বিজেপির আয়ু নিয়ে ভাবনার দরকার নেই।’ সূত্র : এই সময়

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর