Logo

আন্তর্জাতিক

হিন্দি ‘আগ্রাসনে’ নিশ্চিহ্ন ২৫টি ভাষা!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর অভিযোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১

হিন্দি ‘আগ্রাসনে’ নিশ্চিহ্ন ২৫টি ভাষা!

ভারতে হিন্দির আধিপত্যের কারণে অন্তত ২৫টি ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে বলে বিস্ফোরক দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি কেন্দ্রের ‘হিন্দি চাপিয়ে দেওয়া’ নীতির কঠোর বিরোধিতা করেছেন। প্রয়োজনে ‘ভাষাযুদ্ধের’ ডাক দিয়েছেন। তবে তার এই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করেছে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) দেওয়া এক পোস্টে স্ট্যালিন বলেন, ‘অন্য রাজ্যের ভাইবোনদের বলতে চাই, আপনারা কখনো ভেবে দেখেছেন, কত ভাষাকে গিলে খেয়েছে হিন্দি?’

তিনি দাবি করেন, ভোজপুরি, মৈথিলি, সাঁওতালি-সহ অন্তত ২৫টি ভাষা হিন্দি আগ্রাসনের কারণে হারিয়ে যেতে বসেছে। তার অভিযোগ, কেন্দ্র যেভাবে হিন্দিকে এগিয়ে দিচ্ছে, তাতে ভারতের ভাষাবৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

স্ট্যালিনের এই বক্তব্যকে সরাসরি ভুল তথ্য বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার বক্তব্য, ‘তামিলনাড়ু প্রথমে জাতীয় শিক্ষানীতি গ্রহণে আগ্রহী ছিল। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য এখন অবস্থান পাল্টেছে। জাতীয় শিক্ষানীতির কোথাও বলা হয়নি যে নির্দিষ্ট কোনো রাজ্যে একটি ভাষা চাপিয়ে দেওয়া হবে।’

আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। বিজেপির দাবি, ভোটের স্বার্থে ‘তামিল আবেগ’ উসকে দিয়ে জনমত টানতে চাইছে স্ট্যালিনের দল ডিএমকে।

পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে স্ট্যালিন অভিযোগ করেছেন, হিন্দি আগ্রাসন ও জাতীয় শিক্ষানীতি মানতে রাজি না হওয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তামিলনাড়ুকে অনুদান বন্ধের হুমকি দিয়েছেন। সূত্র : সংবাদ প্রতিদিন

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর