ভারতে নদীর ধারে তারা দেখতে বসা ইসরায়েলি পর্যটক গণধর্ষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:২১

ভারতে বেড়াতে এসে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ২৭ বছর বয়সী এক ইসরায়েলি পর্যটক। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তুঙ্গভদ্রা নদীর ধারে বসে রাতের আকাশে তারা দেখছিলেন তিনি, এ সময় তিনজন পুরুষ তাকে ধর্ষণ করে। একইসঙ্গে হোমস্টের মালকিনও গণধর্ষণের শিকার হন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে ৩৫০ কিলোমিটার দূরে কোপ্পালে।
পুলিশ জানায়, এ ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে। ওই ইসরায়েলি তরুণী তার সঙ্গীদের সঙ্গে নদীর পাড়ে বসে সৌন্দর্য উপভোগ করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার ড্যানিয়েল, মহারাষ্ট্রের পঙ্কজ, ওডিশার বিভাস ও হোমস্টের মালকিনও।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রথমে পর্যটকদের কাছে পেট্রল সম্পর্কে জানতে চায়। তারপর ১০০ টাকা দাবি করে। পর্যটকরা অস্বীকার করায়, অভিযুক্তরা হামলা চালিয়ে প্রথমে পুরুষদের সঙ্গে হাতাহাতি করে। তারপর তাদের গণধর্ষণ করে।
এ ঘটনায় বিভাস নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। অন্যদিকে, দুই মহিলার চিকিৎসা চলছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। সূত্র : এই সময়
- এমজে