Logo

আন্তর্জাতিক

‘নারী আইনজীবীর পেটে লাথি, নষ্ট হলো গর্ভস্থ সন্তান’

বৃহস্পতিবার কর্মবিরতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০৬

‘নারী আইনজীবীর পেটে লাথি, নষ্ট হলো গর্ভস্থ সন্তান’

অভিযোগকারী মহিলা

ভারতের এক নারী আইনজীবীকে পুলিশ পরিচয় দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন নির্যাতিতা। মঙ্গলবার (১৮ মার্চ)  দেশটির বর্ধমান জেলায় এ ঘটনা ঘটে।

নির্যাতিতা আইনজীবীর অভিযোগ, গত দোলের দিন তিনি তার স্বামী, দিদি ও জামাইবাবুর সঙ্গে বর্ধমান আর্কেডের কাছে যাওয়ার সময় পুলিশের স্টিকার লাগানো বাইক চালক দুই যুবক তাদের গাড়িকে ধাক্কা মারে। প্রতিবাদ করার পর এক যুবক মহিলা আইনজীবীকে ঘাড় ধরে নামিয়ে ফেলেন। পুলিশ পরিচয় দিয়ে তিনি বলেছিলেন, ‘আমি বর্ধমান থানার পুলিশ, আমি সব করতে পারি।’ এরপর তিনি অন্তঃসত্ত্বা ওই নারীর পেটে লাথি মারেন।

এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা তার পরিবারের অন্যান্য সদস্যরাও মারধরের শিকার হন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার পর ভুক্তভোগী নারী বর্ধমান থানায় যান, কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি। ফলে হাসপাতালে যাওয়ার পর পুলিশি রিপোর্ট ছাড়া তাকে ভর্তি করতে অস্বীকার করা হয়। পরে অন্যত্র চিকিৎসা করালে জানা যায়, তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গেছে।

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা জানিয়েছেন, ‘তারা বৃহস্পতিবার আদালতে কর্মবিরতি পালন করবেন।’ তিনদিনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেব।’

এটিআর/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইনজীবী নারী ভারত কর্মবিরতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর