Logo

আন্তর্জাতিক

গাজায় অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:২৭

গাজায় অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধ এবং সেখানে অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) রাজধানী জেরুজালেমে নেতানিয়াহুবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ পালন করে (খবর এএফপির)।

সমাবেশে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্য করে ‘আপনি সরকারপ্রধান, আপনিই দায়ী’, ‘আপনার হাতে মানুষের রক্ত লেগে আছে’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেরুজালেমে বিগত বেশ কয়েক মাসের হিসাবে বুধবারের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়।

গত সোমবার ভয়াবহ বিমান হামলার পর এবার গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটি নিরাপত্তা পরিধির সম্প্রসারণ এবং একটি আংশিক মুক্তাঞ্চল (বাফার জোন) তৈরি করতে মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু হয়েছে। এ অভিযানে নির্দিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।’

এটিআর/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা হামলা অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর