ঈদের দিনও গাজায় হামলা চালাবে ইসরায়েল, নিহত আরও ৩৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:১৭

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনও গাজায় ফিলিস্তিনিদের হত্যার জন্য হামলা চালাবে ইসরায়েল। ঈদুল ফিতর উপলক্ষে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছিল মিসর। কিন্তু ইসরায়েল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
দ্য নিউ আরব-এর আরবি ভাষার সহযোগী মাধ্যম আল-আরাবি আল-জাদিদ জানায়, ইসরায়েল ঈদুল ফিতরের সময় গাজায় যুদ্ধবিরতির জন্য মিসরের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
মিসরীয় কর্মকর্তারা আল-আরাবিকে জানান, এই যুদ্ধবিরতির প্রস্তাব হামাস অনুমোদন করেছিল। তবে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফও তা প্রত্যাখ্যান করেন।
এদিকে, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে মা ও ছয় মাস বয়সী শিশুসহ বেশিরভাগ নারী ও শিশু।
জানা গেছে, বুধবার ভোরে গাজার জাবালিয়া এলাকায় একটি ফিলিস্তিনি পরিবার ঘুমিয়ে থাকা অবস্থায় ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়। ওই হামলায় কমপক্ষে আটজন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন শিশু।
এছাড়া, মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ আরও কয়েকজন নিহত হন। বেশ কয়েকজন আহত হন। উত্তর গাজার বেইত লাহিয়ায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি গণমাধ্যম ও আল জাজিরার প্রতিবেদন অনুসারে, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহতেও হামলা চালানো হয়েছে।
এদিকে, ইয়েমেনে হুথি বিদ্রোহীরা অভিযোগ করেছে যে মার্কিন বাহিনী সা’দা ও আমরান প্রদেশে অন্তত ১৯টি বিমান হামলা চালিয়েছে।
বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধবিমানগুলো নাগরিকদের সম্পত্তির ওপর বিমান হামলা চালিয়েছে, তবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৫ মার্চ ট্রাম্প প্রশাসন হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় এবং জানায় যে এই গোষ্ঠী লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে হামলা বন্ধ না করা পর্যন্ত ব্যাপক শক্তি প্রয়োগ করা হবে।