Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে জাতিসংঘের অধীনে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ চান পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:১২

ইউক্রেনে জাতিসংঘের অধীনে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ চান পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি ‘অন্তর্বর্তীকালীন সরকার’ প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুরমানস্কে সফরকালে পুতিন এই পরামর্শ দেন।

এই প্রশাসনের লক্ষ্য হবে একটি ‘গণতান্ত্রিক’ নির্বাচন আয়োজন করা এবং পরে নতুন সরকারের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা। 

পুতিন বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারি। এমনকি ইউরোপীয় দেশগুলোসহ আমাদের অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে পারি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর