Logo

আন্তর্জাতিক

জুমার নামাজ চলাকালে ভূমিকম্প, মসজিদ ধসে নিহত ২০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:০১

জুমার নামাজ চলাকালে ভূমিকম্প, মসজিদ ধসে নিহত ২০

ভূমিকম্পে আহতদের দেখতে নেপিদো হাসপাতালে পৌঁছেছেন মিয়ানমারের সামরিক প্রধান মিন আং হ্লাইং | ছবি : সিএনএন

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।

শুক্রবার (২৮ মার্চ) আঘাত হানা এই জোড়া ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ।

এসব ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ধসে পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২৫ জন এবং থাইল্যান্ডে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এদিকে টিআরটি গ্লোবাল জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় মসজিদে ব্যাপক ভাঙচুর ঘটে এবং অনেকেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মারা যান। তারা জানান, মসজিদ ধসে পড়ার পর পরই উদ্ধার কাজ শুরু হয়, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক মুসল্লি বলেন, আমরা নামাজ পড়ছিলাম, হঠাৎ মসজিদটি ধসে পড়ল। প্রচুর মানুষ চাপা পড়ে গেছে। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া, মিয়ানমারের তুয়াঙ্গো শহরে একটি মঠও ধসে পড়ে। এতে ৫ displaced শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে এলেভেন মিডিয়া গ্রুপ।

দেশটির সরকারের পক্ষ থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুর্ঘটনাকবলিত এলাকার মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। 

এলিভেন মিডিয়া গ্রুপ সূত্রে জানা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর