Logo

আন্তর্জাতিক

রাশিয়া এখনো যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে : ক্রেমলিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২৩:৪৫

রাশিয়া এখনো যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে : ক্রেমলিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘রাগান্বিত’ ও ‘ক্ষুব্ধ’ বলে মন্তব্যের পর ক্রেমলিন বলেছে, তারা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা মার্কিন পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের সম্পর্ক গঠনের ক্ষেত্রে। এই সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই। তবে যদি প্রয়োজন হয় পুতিন তাতে রাজি থাকবেন।

ট্রাম্পের সমালোচনার প্রথম প্রতিক্রিয়ায় ক্রেমলিন দ্বন্দ্ব প্রশমনের চেষ্টা করে।

এই শান্তিপূর্ণ বার্তা এমন এক সময়ে এলো যখন ট্রাম্প গত রোববার এনবিসি নিউজকে জানান, তিনি পুতিনের ওপর ক্ষুব্ধ হয়েছেন, কারণ পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হন, তাহলে রুশ তেল কেনা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এটি পুতিনের প্রতি ট্রাম্পের পূর্ববর্তী অবস্থানের তুলনায় একদম ভিন্ন সুর।

ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন ও রুশ কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন—এই সময়ে ট্রাম্প প্রায়ই জেলেনস্কির সমালোচনা করেছেন, কিন্তু পুতিনের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি।

তবে ট্রাম্পের ক্ষোভের কারণ হয়ে ওঠে পুতিনের এক প্রস্তাব, যেখানে তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেন। পাশাপাশি জেলেনস্কিকে বর্তমান পদ থেকে সরিয়ে দেবে।

ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, আপনি বলতে পারেন, আমি সত্যিই রাগান্বিত ও ক্ষুব্ধ হয়েছিলাম যখন... পুতিন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, কারণ এটি সঠিক পথে যাচ্ছে না।

সোমবার সাংবাদিকদের সঙ্গে দৈনিক ফোন কলে পেসকভ দাবি করেন, এনবিসি সাক্ষাৎকারের কিছু বক্তব্য ‘অতিরঞ্জিত’ করা হয়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর