Logo

আন্তর্জাতিক

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৮ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৮:৪৮

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৮ জন নিহত

ভারতের পশ্চিমাঞ্চলের একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৮ জনের প্রাণহানি ও অপর পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর নিশ্চিত করেছে। 

সংবাদ সংস্থাটি আরও জানায়, গুজরাট রাজ্যের দিসা শহরে কারখানা কমপ্লেক্সে বিস্ফোরণে পাথর ও ধাতব পদার্থের টুকরো উড়ে যায়।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘কারখানায় প্রচণ্ড এক বিস্ফোরণে কংক্রিটের ছাদ ধসে পড়ে ১৮ জন নিহত ও আরও পাঁচজন আহত হন।’

তিনি আরও বলেন, কারখানাটি লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল।

কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর