Logo

আন্তর্জাতিক

ফোর্বসের প্রতিবেদন

বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৫

বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা

ফোর্বস ২০২৫ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। গত বছরের তুলনায় এ বছর বিলিয়নিয়ারদের সংখ্যা ২৪৭ জন বেড়েছে এবং তাদের মোট সম্পদের পরিমাণও বেড়েছে। 

তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইলন মাস্ক, যিনি বর্তমানে ৩৪২ বিলিয়ন ডলারের মালিক। টেসলা ও স্পেসএক্সের সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্কই এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। 

দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্ক জুকারবার্গ, যার সম্পদ দাঁড়িয়েছে ২১৬ বিলিয়ন ডলার। তিনি ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন। 

তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার মোট সম্পদ ২১৫ বিলিয়ন ডলার। 

এরপর ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার), বার্নার্ড আর্নল্ট (১৭৮ বিলিয়ন ডলার) এবং ওয়ারেন বাফেট (১৫৪ বিলিয়ন ডলার) যথাক্রমে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে আছেন। 

অন্যদিকে, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন যথাক্রমে সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছেন, তাদের সম্পদ ১৪৪ বিলিয়ন ডলার এবং ১৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তালিকার নবম এবং দশম স্থান দখল করেছেন স্পেনের ফ্যাশন ব্যবসায়ী আমানসিও ওর্তেগা (১২৪ বিলিয়ন ডলার) এবং মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বলমার (১১৮ বিলিয়ন ডলার)। 

এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর