ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ৩০০৩, যুদ্ধবিরতি ঘোষণা জান্তার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১২

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার তিন জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ৫১৫ জন আহত এবং ৩৫১ জন নিখোঁজ হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে দেশটির বিদ্রোহী গোষ্ঠীরগুলোর সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার।
বুধবার (২ এপ্রিল) রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিয়ানমার রেডিও এবং টেলিভিশন এমআরটিভি এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত ৩০০৩ জন নিহত এবং ৪ হাজার ৫১৫ জন আহত হয়েছেন। এছাড়া ৩৫১ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ প্রচেষ্টা সহজ করার লক্ষ্যে এ যুদ্ধবিরতির কার্যকর করা হয়েছে। এ যুদ্ধবিরতি বুধবার থেকে ২২ এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে।
গত শুক্রবার মিয়ানমারের মান্দালয়ের কাছে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অসংখ্য ভবন ধসে পড়েছে; লাখ লাখ মানুষ উদ্বাস্তু। ভূমিকম্পবিধ্বস্ত অনেক এলাকায় আশ্রয়, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
তারা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সরকারি সহযোগিতা চাওয়ার পর বুধবার মিয়ানমারের জান্তা ২০ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম এমআরটিভি।
এমবি