ভারত-পাকিস্তানের চেয়েও শুল্ক বেশি বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:৩৩
-67ee801ec0dc3.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
সারাবিশ্বের মতো এশিয়ার দেশগুলোর ওপরও নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শুল্কের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ শুল্ক বসছে শ্রীলঙ্কার ওপর এবং সর্বনিম্ন মালদ্বীপ, ভুটান ও নেপালে।
তৈরি পোশাকের বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছে। ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনামসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেও আরোপ করা হয়েছে উচ্চ শুল্ক। তবে এ তালিকায় ভারত পাকিস্তানের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের ওপর।
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে সর্বনিম্ন ১০% থেকে শুরু করে সর্বোচ্চ ৪৮% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর আরোপিত শুল্কহার :
চীন ৩৪%, ভিয়েতনাম ৪৬%, তাইওয়ান ৩২%, ইন্দোনেশিয়া ৩২%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, থাইল্যান্ড ৩৬%, মালয়েশিয়া ২৪%, কম্বোডিয়া ৪৯%, বাংলাদেশ ৩৭%, ভারত ২৬%, পাকিস্তান ২৯%, সিঙ্গাপুর ১০%, নেপাল ১০%, ফিলিপাইন%, শ্রীলঙ্কা ৪৪%, মিয়ানমার ৪৪% এবং লাওস ৪৮%।
নতুন এই শুল্কনীতির পুরো তালিকায় ১৮১টি দেশ ও অঞ্চলের নাম উল্লেখ রয়েছে, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যকে একক সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারগুলো এ সপ্তাহেই কার্যকর হচ্ছে।
এমআই