Logo

আন্তর্জাতিক

জাতিসংঘ

গাজায় দিনে কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৭

গাজায় দিনে কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে

ছবি : আল জাজিরা

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

সংস্থাটির প্রধান জানিয়েছেন, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পরিস্থিতি চলছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অব্যাহত বিমান অভিযানে শুক্রবার (৪ এপ্রিল) নতুন করে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে, গাজার আল-আহলি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর জানিয়েছেন, হাসপাতালে নতুন করে আহতদের চিকিৎসা দেওয়ার আর কোনো জায়গা নেই। দিন দিন আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন।

মানবিক সহায়তা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা বলছে, চলমান এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে শিশুরা। তাদের শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও মারাত্মক প্রভাব পড়ছে।

এই পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তার পথ সুগম করার আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর