
প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপের উপকূলে শনিবার সকালে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে পরে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পরে সতর্কতা প্রত্যাহার করে।
কেন্দ্রটি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির আশঙ্কা এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে সুনামির কোনো সম্ভাবনা নেই।
স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল নিকটতম প্রধান শহর কিম্বে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
কিম্বের লিয়ামো রিফ রিসোর্টের একজন রিসেপশনিস্ট ম্যারোলিন সিম্বিকেন বলেছেন, তিনি এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি।
তিনি বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে ভূমিকম্পে খুব বেশি ক্ষতি হয়নি। এখানে কোনো ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়া হয়নি বলে তিনি জানান।
ইউএসজিএস তথ্য অনুসারে, সমুদ্রের একই অঞ্চলে পরে বেশ কয়েকটি আফটারশক হয়। যার প্রাথমিক মাত্রা ছিল ৪ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৩।
ওএফ