Logo

আন্তর্জাতিক

গাজার ৭০ ভাগ পানি সরবরাহ বন্ধ করে দিল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৫

গাজার ৭০ ভাগ পানি সরবরাহ বন্ধ করে দিল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে গাজার মোট পানি সরবরাহের প্রায় ৭০ ভাগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না বলেন, এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পূর্ব গাজার শুজাইয়া এলাকায় অবস্থিত প্রধান পাইপলাইনের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওই এলাকাতে বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, পানি সরবরাহ বন্ধ হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছি—দেখার জন্য যে, পাইপলাইনটি ভারি বোমাবর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

তবে মেহান্নার মতে, এর পেছনে সরাসরি সামরিক অভিযান দায়ী হতে পারে। অথবা এটি ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তও হতে পারে।

তিনি সতর্ক করে বলেন, কারণ যা-ই হোক না কেন, এর পরিণতি ভয়াবহ। যদি মেকোরোট থেকে পানি সরবরাহ দ্রুত পুনরায় চালু না হয়, তাহলে গোটা গাজা ভয়াবহ পানি সংকটে পড়বে।

গাজায় কয়েক বছর ধরে অবরোধ, অবকাঠামো ধ্বংস ও ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ায় বিশুদ্ধ পানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এখন সেই সংকট আরও বেড়েছে। গণহারে পানিশূন্যতা ও মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে অঞ্চলটি।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর মার্চে আবারো অবৈধভাবে অভিযান শুরু করে ইসরায়েল।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর