Logo

আন্তর্জাতিক

২ ব্রিটিশ এমপিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৯

২ ব্রিটিশ এমপিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ইসরায়েল

ব্রিটিশ দুই সংসদ সদস্যকে (এমপি) ইসরায়েলে প্রবেশে বাধা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি ইসরাইলি কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করেছেন।

তিনি বলেন, লেবার পার্টির দুই এমপিকে প্রবেশে বাধা দেওয়া ও আটক রাখার ঘটনা ‘অগ্রহণযোগ্য, অকার্যকর ও অত্যন্ত উদ্বেগজনক’। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দুই এমপিকে সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেছে।  

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, আবতিসাম মোহামেদ ও ইয়ুয়ান ইয়াংকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ তারা ইসরায়েল ও ইসরায়েলি জনগণের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ’ বক্তব্য ছড়াতে চেয়েছিলেন।

ল্যামি বলেন, ‘ইসরাইলি সরকারের সমকক্ষদের আমি স্পষ্ট করে দিয়েছি যে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এমন আচরণ করা কখনোই গ্রহণযোগ্য নয়।’

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আর্লি অ্যান্ড উডলির এমপি ইয়ুয়ান ইয়াং ও শেফিল্ড সেন্ট্রালের এমপি আবতিসাম মোহামেদ শনিবার লুটন বিমানবন্দর থেকে দুই সহকারীসহ ইসরায়েলে যান।

ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে টাইমস অব ইসরাইল জানায়, অভ্যন্তরীণ মন্ত্রী মোশে আরবেল জিজ্ঞাসাবাদের পর চারজনকেই প্রবেশে বাধা দেন।  

সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েল কোনো আনুষ্ঠানিক সফরের আগমন নিশ্চিত করেনি। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে এই দলটি একটি সংসদীয় প্রতিনিধিদলের অংশ ছিল।

ল্যামি এক বিবৃতিতে বলেন, ব্রিটিশ সরকারের লক্ষ্য হলো যুদ্ধবিরতি ফিরিয়ে আনা এবং আলোচনার মাধ্যমে গাজায় রক্তপাত বন্ধ করা। জিম্মিদের মুক্ত করা ও এই সংঘাতের অবসান ঘটানো।  

বিবিসি ইসরায়েলি জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়েছে।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর