রোলার কোস্টারে চড়ে তরুণীর মৃত্যু, বিয়ের আগেই নিভল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৪:০২

ভারতের দিল্লিতে জনপ্রিয় এক বিনোদন পার্কে ভয়াবহ রোলার কোস্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৪ বছর বয়সী প্রিয়াঙ্কা। যার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম দিল্লির কপাশেরা এলাকায় অবস্থিত ফান অ্যান্ড ফুড ওয়াটার পার্কে বিয়ের আগে একটু সময় কাটাতে গিয়েছিলেন তিনি ও তার হবু স্বামী নিখিল। কিন্তু সন্ধ্যার দিকে রোলার কোস্টার রাইডের সময় হঠাৎ এর একটি স্ট্যান্ড ভেঙে পড়ে। এ সময় প্রিয়াঙ্কা উপর থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।
তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। পুলিশ জানায়, তার পায়ে বড় ধরনের জখম হয়েছিল। আর হাত ও হাঁটুতে আঘাত পেয়েছিলেন।
প্রিয়াঙ্কার পরিবার জানান, তিনি ২০২৩ সালের জানুয়ারিতে এনগেজড হয়েছিলেন। বিয়ের আগেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে চেয়েছিলেন তাই একটি প্রাইভেট টেলিকম কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।
ঘটনার পর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীনে ধারা ২৮৯ (যন্ত্রপাতি ব্যবহারে অবহেলা) ও ধারা ১০৬ (অবহেলার ফলে মৃত্যুর দায়) অনুযায়ী এফআইআর দায়ের করেছে।
ফান অ্যান্ড ফুড ভিলেজ পার্কের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। দুর্ঘটনাস্থলটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
ওএফ