Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটন ছুটছেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৫:২০

ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটন ছুটছেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন।

সম্প্রতি দুই দেশ অত্যন্ত জটিল কিছু বিষয় মোকাবিলা করছে। আলোচনায় থাকবে গাজা যুদ্ধবিরতি, ইরান ইস্যু, ট্যারিফ (শুল্ক) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আসিসি) বিরুদ্ধে লড়াইসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির চেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে প্রতিরোধ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, আইসিসি গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এই সফরটি আরও গুরুত্বপূর্ণ কারণ, ট্রাম্প সম্প্রতি ইসরায়েলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যা দুই মিত্র দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েল আগেভাগেই যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাকি থাকা মাত্র ১ শতাংশ শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল, তা সত্ত্বেও ট্রাম্প তার ঘোষণা কার্যকর করেছেন।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের বাণিজ্য ঘাটতি রয়েছে। যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক সাহায্যপ্রাপ্ত দেশ। তাদের মধ্যে ৪০ বছর আগে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছিল, যার আওতায় প্রায় ৯৮ শতাংশ মার্কিন পণ্য করমুক্ত।

ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নতুন শুল্ক নীতির ফলে যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিতে ধাক্কা লাগতে পারে।

ট্রাম্পের ১০ শতাংশ প্রাথমিক শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে। আগামী বুধবার থেকে ১১ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হারে নতুন শুল্ক চালু হবে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ২০ শতাংশ, চীনা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। চীনের ক্ষেত্রে মোট শুল্ক ৫৪ শতাংশ পর্যন্ত পৌঁছাবে।

এই নীতিগত পরিবর্তনে বিশ্ববাজারে ব্যাপক প্রভাব পড়েছে, মাত্র দুই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের কোম্পানিগুলোর ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য উধাও হয়ে গেছে—যা করোনা মহামারির পর রেকর্ড পতন।

ট্রাম্প সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের সাথে এ নিয়ে আলোচনার জন্যে নেতানিয়াহু হবেন ওয়াশিংটন ভ্রমণকারী প্রথম বিদেশি নেতা।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহুর কাছ থেকে শীঘ্রই সফরের আশা করছেন। হয়তো এ সফর আগামী সপ্তাহেও হতে পারে বলে ট্রাম্প উল্লেখ করেছিলেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর