ইসরায়েলি বর্বরতা
২০ দিনে গাজায় নিহত ১৩৫০, নিভল ৪৯০ শিশুর জীবন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:২৫

গাজা উপত্যকায় গত ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে মোট এক হাজার ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ৪৯০ জনই শিশু। রোববার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এটি আধুনিক যুগের অন্যতম নৃশংস মানবতাবিরোধী অপরাধ। যেখানে ইসরায়েল গাজায় নিরস্ত্র বেসামরিক মানুষ, বিশেষত শিশুদের টার্গেট করে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, গত ২০ দিনে ইসরায়েল শিশুদের বিরুদ্ধে যে বর্বরতা চালিয়েছে, তা এক ভয়াবহ গণহত্যা—এই সময়ের মধ্যে ৪৯০ শিশু শহীদ হয়েছে। এই সময়ে মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫০ জনে।
ইসরায়েল বারবার দাবি করে আসছে, বেসামরিক হতাহত ‘অনিচ্ছাকৃত’। কিন্তু গাজার গণমাধ্যম দপ্তর বলছে, এসব পরিসংখ্যানই প্রমাণ করে যে ইসরায়েল একটি পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে শিশুদের টার্গেট করছে—যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।
গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা দেন। এমন এক সময় এই ঘোষণা দেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
গত ২০ দিনে ইসরায়েল শিশুদের বিরুদ্ধে যে বর্বরতা চালিয়েছে, তা এক ভয়াবহ গণহত্যা—এই সময়ের মধ্যে ৪৯০ শিশু শহীদ হয়েছে। এই সময়ে মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫০ জনে
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ইতোমধ্যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়া, গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।
আনাদোলু/ওএফ