ভিডিও
জ্বলছে গাজা, কেক কেটে আনন্দ করছেন কাবার ইমামরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৪
-67f39e97deb19.jpg)
কেক কেটে আনন্দ উদযাপন করছেন কাবার ইমামরা
পবিত্র মক্কায় ঈদুল ফিতর উপলক্ষে কাবার ইমামরা কেক কেটে আনন্দ উদযাপন করেছেন। এ সময় কাবার প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস সুদাইস এবং সহকারী ইমাম শায়খ ইয়াসির আস দোসারিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ঈদ উপলক্ষে কাবা শরিফ প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে আনন্দ বণ্টনের জন্য তারা এই আয়োজন করেন, যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্য হিসেবে পরিচিত।
ঈদের এ আনন্দ উদযাপনটি যখন অনুষ্ঠিত হয়, তখনই গাজা উপত্যকায় তীব্র সংকট চলছে। ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মুসলিমের প্রাণহানি ঘটাচ্ছে। গাজার এই শোকার্ত পরিস্থিতিতে যখন মুসলিম বিশ্বের প্রতি একাত্মতা এবং সহানুভূতি জানানো সবচেয়ে প্রয়োজনীয় ছিল, তখন কাবার ইমামদের এই আনন্দ উদযাপন অনেক মুসলমানের কাছে অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত মনে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিশ্ব মুসলিম উম্মাহর অনেকে মনে করছেন, যেখানে গাজার মুসলিমদের প্রতি তাদের সহানুভূতি ও সমর্থন জানানো উচিত ছিল, তা না করে, তাদের ঈদ আনন্দ উদযাপন অগ্রহণযোগ্য।ে
এই সময়ে কাবার ইমামদের কেক কাটার মতো একটি উদযাপন করতে দেখে অনেকেই তাদের এই কার্যক্রমকে এক ধরনের উদাসীনতা হিসেবে মনে করছেন। বিশেষ করে, গাজার মুসলিমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন এমন একটি আনন্দ আয়োজন তাদের কষ্টের প্রতি অবজ্ঞা প্রকাশের মতো মনে হয়েছে।
অনেকে এই উদযাপনকে ‘বিধর্মীদের কালচার’ হিসেবে আখ্যা দিয়েছেন; বলছেন যে, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এমন আয়োজন শোকার্ত মুসলিমদের প্রতি এক ধরনের অবহেলা। তারা মনে করছেন, এমন একটি সংকটময় মুহূর্তে কাবার ইমামদের উচিত ছিল গাজার পরিস্থিতির প্রতি প্রতিবাদ জানানো এবং একাত্মতা প্রকাশ করা।
এটি মুসলিম বিশ্বের মধ্যে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি করেছে। কারণ, কাবার ইমামরা ঐতিহ্যগতভাবে ইসলামি মূল্যবোধের প্রতি সজাগ থাকতে এবং মুসলিম উম্মাহর সংকটের সময় সহানুভূতির প্রতীক হিসেবে বিবেচিত হন। তাদের এই আনন্দ উদযাপন মুসলিমদের মধ্যে অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : ইনসাইড দ্য হারামাইন ও অন্যান্য
ডিআর/বিএইচ