গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যাকে আবারও সমর্থন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪০

বৈঠককালে ট্রাম্প ও নেতানিয়াহু | ছবি : রয়টার্স
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য দেশে পাঠানোর পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ ও মালিকানার দায়িত্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি শান্তিরক্ষী বাহিনী থাকা উচিত। একইসঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য ‘প্রস্তুত’ এমন দেশগুলোকে চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।
গাজায় নৃশংস গণহত্যা চালানোর পরও ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমরা প্রতিবছর ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছি এবং এই সমর্থন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে ইসরায়েলের ২০০৫ সালের গাজা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তেরও সমালোচনা করেন ট্রাম্প। বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন ইসরায়েল গাজা উপত্যকা ছেড়ে দিয়েছিল।’
এদিকে ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেন, ‘দীর্ঘদিনের যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণে সময় লাগবে। তবে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে, আমরা সেটি নিয়ে কাজ করছি।’
সূত্র : আল জাজিরা