Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা

গাজায় নিহত আরও ৫৮, মোট প্রাণহানি ছাড়াল ৫০৮০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:২৩

গাজায় নিহত আরও ৫৮, মোট প্রাণহানি ছাড়াল ৫০৮০০

ইসরায়েলের চলমান হামলায় গাজায় আরও অন্তত ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হাতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮১০ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন আহত হয়েছেন। তাদেরতে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না।

এর আগে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, সোমবার গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে একটি বাড়িতে হামলায় একই পরিবারের পাঁচ শিশু ও চার প্রাপ্তবয়স্ক নিহত হন। এছাড়া গাজা সিটি ও উত্তরের বেইত লাহিয়ায় ভোররাতের পৃথক হামলায় আরও ১০ জন প্রাণ হারান।

গত ১৮ মার্চ, প্রায় দুই মাসের যুদ্ধবিরতি শেষে ইসরায়েল পুনরায় গাজায় ব্যাপক হামলা শুরু করে। এখন পর্যন্ত কোনো শান্তি আলোচনায় অগ্রগতি হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই দফায় এক হাজার ৪৪৯ জন ফিলিস্তিনি নিহত ও তিন হাজার ৬০০ জনের বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য, হামাসের ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে চালানো হামলায় এক হাজার ২১৮ জন নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় সংঘটিত কর্মকাণ্ডের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলা চলছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর