জমিয়তের ওয়াকফ বিলের প্রতিবাদে অচল কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৬:২৩
-67f79c224b968.jpg)
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আজ কার্যত পরিণত হয়েছে এক মিছিল নগরীতে। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় বৃহত্তর সমাবেশ করেছে দেশটির স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ, যার জেরে প্রায় অচল হয়ে পড়েছে মহানগরী কলকাতার ব্যস্ততম এলাকাগুলো।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথম প্রহর থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। বহু রাস্তায় গতি শ্লথ, কোথাও আবার সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। বিশেষ করে ধর্মতলা চত্বর থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিশাল মিছিল ও সংখ্যালঘুদের ব্যাপক উপস্থিতির কারণে শহরের কেন্দ্রস্থল একপ্রকার স্থবির হয়ে যায়।
প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে এবং এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। এই আশঙ্কা থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ মিছিল করে এসে জড়ো হন সমাবেশস্থলে।
এদিকে, ওই একই দিনে এসএসসি দুর্নীতির ঘটনায় চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক ও কর্মচারীর একাংশও পথে নেমেছে। সুপ্রিম কোর্টের আদেশে চাকরিচ্যুত এসব কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস পেলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শিয়ালদহে শুরু হয় তাদের বিক্ষোভ মিছিল, যা রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিস্তৃত হয়।
দুটি পৃথক আন্দোলনের জেরে কলকাতা শহরজুড়ে চরম যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়, বিশেষ করে মধ্য ও উত্তর কলকাতার রাস্তাগুলোতে থমকে যায় যান চলাচল। সূত্র : সংবাদ প্রতিদিন ও অন্যান্য
ডিআর/বিএইচ