
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আনাদোলু এজেন্সি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান গণহত্যামূলক যুদ্ধে শুক্রবার পর্যন্ত মোট ৫০ হাজার ৯১২ জন প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৯৮১ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।
গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে, যা জানুয়ারিতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দেয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।
এই সপ্তাহের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “গাজা এখন এক ‘হত্যাকাণ্ডের মাঠে’ পরিণত হয়েছে।” কারণ ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে।
তিনি বলেন, গাজায় টানা এক মাস ধরে এক ফোঁটাও সাহায্য পৌঁছায়নি—না খাবার, না জ্বালানি, না ওষুধ, না বাণিজ্যিক পণ্য। সাহায্যের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে ভয়াবহতা আবার উথলে উঠেছে।
ওএফ