গুলিতে নয়, ইটের আঘাতেই আবু সাঈদের প্রাণহানি: শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৩২
-67fcf2399bae0.jpg)
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত আবু সাঈদের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন দেশ থেকে পলায়নকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, পুলিশ তাকে গুলি করেনি; বরং পুলিশের দিকে ছোড়া আন্দোলনকারীদের ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাতে বাংলা নববর্ষের আগের দিন প্রকাশিত ভিডিও বার্তায় শেখ হাসিনা এ দাবি করেন। তিনি বলেন, ‘সেদিন পুলিশ শুধুমাত্র রাবার বুলেট ছুড়েছিল, কোনো ধাতব গুলি ছোড়া হয়নি। আবু সাঈদের মাথায় পাথরের আঘাত লাগে।
তিনি আরও অভিযোগ করেন, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস জড়িত। হাসিনার ভাষায়, এই হত্যার সত্য উদঘাটনে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী বলেন, ইউনূস বিদেশি অর্থ এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে।
জাতিসংঘের প্রতিবেদনে আবু সাঈদের মৃত্যু ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হলেও, শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করে বলেন, মরদেহ কবর থেকে তুলে পুনরায় ফরেনসিক পরীক্ষা করা হোক।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেললে ইউনূসকেও পুড়ে মরতে হবে। -আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের সারাংশ
ডিআর/বিএইচ