Logo

আন্তর্জাতিক

আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ল শত শত ইসরায়েলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৫

আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ল শত শত ইসরায়েলি

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪৮০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা।

প্রতিবেদনে বলা হয়েছে, তারা তালমুদভিত্তিক ধর্মীয় আচার পালন করেন এবং ‘উসকানিমূলক’ আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। তারা ওয়েস্টার্ন ওয়ালের পাশের মুগরাবি গেট দিয়ে দলবদ্ধভাবে প্রবেশ করেন।

এ সময়, ফিলিস্তিনিরা মসজিদে প্রবেশ করতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করে। ফিলিস্তিনিদের পরিচয়পত্র পরীক্ষা করে ও কয়েকজনকে প্রবেশদ্বারে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যদিও সেখানে ইহুদি ধর্মীয় আচার পালন নিষিদ্ধ, তবু প্রায়ই বসতি স্থাপনকারী ইসরায়েলিরা পুলিশি পাহারায় ওই স্থানটিতে প্রবেশ করেন।

আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক। এটি ইহুদিদের কাছেও সর্বাপেক্ষা পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর