আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ল শত শত ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৫

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪৮০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা তালমুদভিত্তিক ধর্মীয় আচার পালন করেন এবং ‘উসকানিমূলক’ আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। তারা ওয়েস্টার্ন ওয়ালের পাশের মুগরাবি গেট দিয়ে দলবদ্ধভাবে প্রবেশ করেন।
এ সময়, ফিলিস্তিনিরা মসজিদে প্রবেশ করতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করে। ফিলিস্তিনিদের পরিচয়পত্র পরীক্ষা করে ও কয়েকজনকে প্রবেশদ্বারে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যদিও সেখানে ইহুদি ধর্মীয় আচার পালন নিষিদ্ধ, তবু প্রায়ই বসতি স্থাপনকারী ইসরায়েলিরা পুলিশি পাহারায় ওই স্থানটিতে প্রবেশ করেন।
আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক। এটি ইহুদিদের কাছেও সর্বাপেক্ষা পবিত্র স্থান হিসেবে বিবেচিত।
ওএফ