
গাজায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে একাধিক আবাসিক ভবন, ত্রিপল শিবিরসহ বিভিন্ন স্থাপনায় চালানো বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে ১৮ মাসে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৫ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বহু মরদেহ এখনও উদ্ধার হয়নি। তাদের ধারণা, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
আল জাজিরার গাজা প্রতিনিধি জানিয়েছেন, উপত্যকাটির মানুষজন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। ঘরে খাবার নেই, সন্তানদের জন্য কিছুই জোগাড় করতে পারছেন না বাবা-মায়েরা। শহরের রাস্তাঘাটে হাহাকার, হাসপাতালগুলোতেও ওষুধ-সেবা সংকট।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক সশস্ত্র অভিযানে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন। ওই ঘটনায় ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে নেওয়া হয়। এর পর থেকেই গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় যা ঘটছে তা গণহত্যার শামিল। অবরোধ, অনাহার, জ্বালানি ও পানি সংকট মিলিয়ে এক ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে সেখানে। আন্তর্জাতিক মহলের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন অধিকারকর্মীরা।
সূত্র : আল জাজিরা
- এটিআর