Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ২ দিনে নিহত ৯২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

গাজায় ইসরায়েলি হামলায় ২ দিনে নিহত ৯২

ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৯২ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, দুই দিনে আরও ২১৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৫১ হাজার ১৫৭ শহীদ হয়েছেন এবং ১ লাখ ১৬ হাজার ৭২৪ জন আহত হয়েছেন। 

গাজার শাসক গোষ্ঠী জানায়, যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ১৮ মার্চ ইসরায়েল পুনরায় হামলা শুরুর পর থেকে এক হাজার ৭৮৩ জন নিহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বহু মরদেহ এখনও উদ্ধার হয়নি। তাদের ধারণা, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

আল জাজিরার গাজা প্রতিনিধি জানিয়েছেন, উপত্যকাটির মানুষজন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। ঘরে খাবার নেই, সন্তানদের জন্য কিছুই জোগাড় করতে পারছেন না বাবা-মায়েরা। শহরের রাস্তাঘাটে হাহাকার, হাসপাতালগুলোতেও ওষুধ-সেবা সংকট।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় যা ঘটছে তা গণহত্যার শামিল। অবরোধ, অনাহার, জ্বালানি ও পানি সংকট মিলিয়ে এক ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে সেখানে। আন্তর্জাতিক মহলের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন অধিকারকর্মীরা।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া, গাজায় পরিচালিত এই যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর