বাণিজ্যযুদ্ধের উত্তেজনা
চীনের প্রতি মনোভাব বদলাচ্ছে অনেক আমেরিকান : পিউ জরিপ

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৯

চীনের প্রতি আমেরিকানদের নেতিবাচক মনোভাব কিছুটা কমছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে উত্তেজনা চললেও মার্কিন জনমত আগের তুলনায় কিছুটা নরম হয়েছে।
২০২৪ সালে যেখানে ৮৪ শতাংশ মার্কিন নাগরিক চীনকে নিয়ে বিরূপ মনোভাব পোষণ করেছিলেন, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৭৭ শতাংশে। জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, গত পাঁচ বছরে এই প্রথম নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেল।
এমন সময়ে এ মনোভাব পরিবর্তন ঘটল, যখন ট্রাম্প প্রশাসনের অধীনে চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক আরোপ ও বাণিজ্যিক উত্তেজনা চরমে পৌঁছেছে। চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এর পাল্টা জবাবে বেইজিং যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে এবং মার্কিন গ্যাস আমদানি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
জরিপে অংশ নেওয়া প্রতি চারজনের একজন মনে করেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সম্পর্কের সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে চীন। মাত্র ১০ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র বেশি লাভবান। ২৫ শতাংশের মতে, উভয় দেশ সমানভাবে উপকৃত। ২ শতাংশ মনে করেন, কেউই লাভবান নয়। এ ছাড়া ১৬ শতাংশ এই প্রশ্নের জবাব দিতে পারেননি
তবে, ৫২ শতাংশ বিশ্বাস করেন, চলমান শুল্কনীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। অন্যদিকে ২৪ শতাংশ মনে করেন, এটি দেশের জন্য ভালো হবে। ৬ শতাংশ মনে করেন, কোনো প্রভাব পড়বে না এবং ১৯ শতাংশ এ বিষয়টি নিয়ে অনিশ্চত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পারস্পরিক শুল্ক আরোপে ৯০ দিনের বিরতির ঘোষণা দিয়েছেন, যদিও সেটি চীনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এক্স-এ লিখেছেন, বিশ্ব প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী, কিন্তু চীন উল্টো পথে হাঁটছে।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি শুল্ক ও বাণিজ্যযুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে চীনের প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।