Logo

আন্তর্জাতিক

কানাডা মেক্সিকো ও চীনের উপর শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪

কানাডা মেক্সিকো ও চীনের উপর শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প তার প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আর চীনের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এর ফলে জ্বালানি থেকে শুরু করে অটোমোবাইল খাত পর্যন্ত অস্থিরতা তৈরি হতে পারে।

কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের কারণ হিসেবে অবৈধ অভিবাসন ও মার্কিন সীমান্তে ফেন্টানিল প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এছাড়া, তিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। অভিযোগ করেছেন যে দেশটি এই মাদকের উৎপাদনে ভূমিকা রেখেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই তিনটি দেশেরই ‘বড় বাণিজ্য ঘাটতি’ রয়েছে, যা ট্রাম্পের অন্যতম উদ্বেগের বিষয়। তবে যুক্তরাষ্ট্রের তিন প্রধান বাণিজ্য অংশীদারের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ ট্রাম্পের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে জনসাধারণের অসন্তোষকে কাজে লাগিয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর