Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের বাধা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৭

ইসরায়েলের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের বাধা

ইসরায়েলের কাছে এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় প্যাকেজে বাধা দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইস্রায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে স্বাগতম জানানোর সময় অস্ত্র বিক্রির এ প্যাকেজে প্রস্তুত করা হয়েছিল।

দুইজন কংগ্রেস সহকারী মঙ্গলবার দ্য হিলকে জানান, অস্ত্র বিক্রয় প্যাকেজে বাধা আরোপ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথমে এই বাধার কথা রিপোর্ট করেছিল। রিপোর্টে বলা হয়েছে, ডেমোক্র্যাট আইননির্ধারকরা এই বাধা প্রয়োগ করেছেন।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ চারজন আইননির্ধারকের কাছে নির্দিষ্ট ডলারের উপরে অস্ত্র বিক্রয় অর্ডার পৃথকভাবে অবরুদ্ধ করার ক্ষমতা রয়েছে। ট্রাম্প ইস্রায়েলের অস্ত্র বিক্রয় বাধাটি অতিক্রম করার চেষ্টা করতে পারেন। তিনি ২০১৯ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে ৮ বিলিয়নেরও বেশি অস্ত্র বিক্রয় করানোর জন্য কংগ্রেসের অনুমোদন ছাড়াই জরুরি ঘোষণা দেন। তৎকালীন রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে সেই বিক্রয়টি অবরুদ্ধ করতে ভোট দেওয়া হয়েছিল।

ইসরায়েলের জন্য অস্ত্র বিক্রয় ঐতিহাসিকভাবে দ্বিপাক্ষিক হলেও ডেমোক্র্যাটরা ক্রমবর্ধমানভাবে গাজা স্ট্রিপে ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ও নেতানিয়াহুর প্যালেস্টাইনিদের প্রতি নীতির ব্যাপারে সতর্কতা প্রকাশ করেছেন।

ইস্রায়েলের হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ৭ অক্টোবর ২০২৩ এর আক্রমণের প্রতিক্রিয়ায় আনুমানিক প্রায় ৪৭,০০০ প্যালেস্টাইনির ক্ষতিগ্রস্তদের অর্ধেক মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তি। প্রায় ২ মিলিয়ন গাজা বাসিন্দার মানবিক সহায়তা প্রয়োজন এবং ব্যাপক ধ্বংসাবশেষের মধ্যে ৯০ শতাংশ স্থানচ্যুত হয়েছে।

তবুও ক্ষমতায় থাকা ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েলে অস্ত্র প্রেরণ বা অস্ত্র বিক্রয়কে সবুজ আলো দেওয়ার পথে বাধা দেয়নি। জুন মাসে বাইডেন ইস্রায়েলের জন্য ১৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় এগিয়ে নেন। নেতানিয়াহু মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন এবং বুধবার ক্যাপিটাল হিলে আইননির্ধারকদের সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ১০-বছরের বোঝাপড়ার (এমওইউ) অংশ হিসেবে প্রায় ৩৮ বিলিয়ন ডলার প্রদান করেন। যার মধ্যে রয়েছে বিদেশি সামরিক অর্থায়নে ৩.৩ বিলিয়ন ডলার (সাধারণত ইস্রায়েলের জন্য যুক্তরাষ্ট্রে অস্ত্র ব্যবস্থা ক্রয়ের জন্য একটি ঋণ হিসেবে) এবং প্রতি বছর মিসাইল ডিফেন্স প্রোগ্রামের জন্য ৫০০ মিলিয়ন ডলার। এই এমওইউ অর্থনৈতিক বর্ষ ২০২৮ পর্যন্ত চলবে এবং ২০২৯ সালে নবায়ন করতে হবে।

নেতানিয়াহু হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারী প্রথম বিদেশি নেতা যা সম্পর্কের গুরুত্বকে স্বীকার করে। ইসরায়েলের জন্য অস্ত্র বিক্রয়ে বাধা আরোপ করা যেখানে মার্কিন সামরিক সমর্থনকে ইসরায়েলে বিনিয়োগ হিসেবে দেখা হয়। একটি প্রচলিত নিয়মের বৃহৎ লঙ্ঘন হিসেবে চিহ্নিত।

ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছে, এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় প্যাকেজে রয়েছে ৪,৭০০টি ১,০০০-পাউন্ডের বোমা (মোট মূল্য ৭০০ মিলিয়নেরও বেশি) এবং ক্যাটারপিলার নির্মিত বর্মায়িত বলডোজার (মোট মূল্য ৩০০ মিলিয়নেরও বেশি)।

এই বাধা তখন এসেছে যখন ডেমোক্র্যাটরা ট্রাম্পের পদক্ষেপ নিয়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে ক্রুদ্ধ হয়ে উঠেছেন। তারা প্রাথমিক ফেডারেল সহায়তা হিমায়নের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন বিদেশি সহায়তা বন্ধ করার সিদ্ধান্তকে নিন্দা করেছেন। ইউএসএআইডি ভেঙে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কতা প্রকাশ করেছেন এবং প্রতিবেশী মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকিকে সমালোচনা করেছেন।

তবে হাউস ও সিনেটে জিওপি-এর সংখ্যাগরিষ্ঠতার কারণে রিপাবলিকান মিত্রবিহীন ডেমোক্র্যাটদের জন্য ট্রাম্পের এজেন্ডার বিরুদ্ধে প্রতিরোধ করার বিকল্প সীমিত। সিনেটর ব্রায়ান শ্যাটজ (ডি-হাওয়াই) ও সিনেটর ক্রিস ভ্যান হোলেন (ডি-ম্যাড) ঘোষণা করেছেন, প্রশাসন ইউএসএআইডিভেঙে ফেলার প্রচেষ্টায় পিছিয়ে যাওয়া পর্যন্ত তারা ট্রাম্পের স্টেট ডিপার্টমেন্ট প্রার্থীকে বিলম্বিত ও স্থগিত রাখবেন।

কৌশলী ইমা/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর