Logo

আন্তর্জাতিক

দিল্লিতে বিজেপির বিরাট জয় সুশাসনের বিজয় : মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৫

দিল্লিতে বিজেপির বিরাট জয় সুশাসনের বিজয় : মোদি

ভারতের রাজধানীতে অরবিন্দ কেজরিওয়ালকে হটিয়ে ভূমিধস বিজয় নিশ্চিত বিজেপির। ৭০ আসনের ৪৮টির বেশি আসনে এগিয়ে মোদির নেতৃত্বাধীন দলটি। আর মাত্র ২২ আসনে এগিয়ে বর্তমান ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফল থেকে বিজেপির নিশ্চিত বিজয়ের ফলাফল জানা যাচ্ছে। আর এতে আপ্লুত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তার দলের এ জয়কে সুশাসনের বিজয় আখ্যায়িত করেছেন। 

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘জনশক্তিই সবার উর্ধ্বে। এই জয় বিকাশ ও সুশাসনের জয়। এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লির সকল ভাই-বোনকে আমার অভিনন্দন। আপনারা যে আশীর্বাদ ও স্নেহ দিয়েছেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দিল্লির সামগ্রিক উন্নয়ন ও বাসিন্দাদের জীবন উন্নত করতে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখব না। একই সঙ্গে আমরা নিশ্চিত করব বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

পাশাপাশি বিজেপির সকল কর্মী-সমর্থককে ধন্যবাদ জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী লেখেন, ‘যারা এই বিরাট জনবহুল দেশের লক্ষ্যে রাত দিন এক করে কাজ করেছেন, বিজেপির সেই সকল কর্মীদের জন্য আমি গর্বিত। এখন আমরা আরও শক্তিশালী হয়ে দিল্লিবাসীর সেবায় নিজেদের নিয়োজিত করব।’ 

একই সঙ্গে দলের হার স্বীকার করে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। লজ্জার ফল প্রকাশ্যে আসার পর নিজের হার স্বীকার করে তিনি লেখেন, ‘আমরা জনতার রায় মেনে নিয়েছি। আশা করি তারা (বিজেপি) মানুষের প্রত্যাশা পূরণ করবে। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে নজর দিয়েছি। বিরোধীদের ভূমিকা পালন করব। আমাদের কাছে রাজনীতি জনতার উন্নয়নের হাতিয়ার মাত্র। দলের কর্মীদের অনেক শুভেচ্ছা। তারা অনেক কষ্ট করেছেন। অনেক কিছু সইতে হয়েছে।’

এই জয়ের মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো বিজেপি। দেশটির নির্বাচন কমিশন ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর