Logo
Logo

জাতীয় পার্টি

জাপা কার্যালয় পুলিশের দখলে, নেতাকর্মী নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:১০

জাপা কার্যালয় পুলিশের দখলে, নেতাকর্মী নেই

জাতীয় পার্টির কার্যালয়ের বর্তমান অবস্থা /ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর কাকরাইলে রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর জাতীয় পার্টির (জাপা) অফিসের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) ভোর থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাকরাইল ও পার্শ্ববর্তী এলাকায় উপস্থিত আছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা ব্যানারে একটি মিছিলের সময় ইটপাটকেল নিক্ষেপের পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। হামলায় জাতীয় পার্টির অফিসের নিচতলা ক্ষতিগ্রস্ত হয় এবং আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়। প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ম্যুরালও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওই কার্যালয়ে বর্তমানে কোনো নেতাকর্মী নেই।

তবে এই ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। যা প্রতিহতের ঘোষণা দেয় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানার।

এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ -ডিএমপি। ফলে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়, শনিবার রাজধানীর পাইওনিয়ার রোড এবং কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। 

এসবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর