Logo
Logo

রাজনীতি

বৈষম্যহীন সমাজ গড়তে চায় জাপা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩১

বৈষম্যহীন সমাজ গড়তে চায় জাপা

বীর শহীদদের আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবী হত্যার মতো পৈশাচিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাদের সেই পরিকল্পনার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। কিন্তু শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বীর শহীদদের আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেই সেই সমাজ প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে এগিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাজমা আক্তার, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. সামছুল হক, সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, কৃষক পার্টির আহ্বায়ক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মহিলা পার্টির সহ-সভাপতি ডা. সেলিমা খান, শ্রমিক পার্টির সদস্য সচিব শেখ মো. শান্তসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রসমাজ, মৎস্যজীবী পার্টি, সাংস্কৃতিক পার্টি, হকার্স পার্টি ও শ্রমিক সংগঠনের নেতারাও অংশ নেন।

এইচকে/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর