৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
এ বিসিএসের অনলাইন আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু এবং ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।
সরকারি চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি না করায় আবেদন শুরুর ঠিক একদিন আগে ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ স্থগিত করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সাধারণ ক্যাডারে ৬২৭, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।
আবেদনের জন্য চলতি বছরের ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
ডিআর/ওএফ