Logo

চাকরি

জনবল নিয়োগ দিচ্ছে গোল্ডেন লাইন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২

জনবল নিয়োগ দিচ্ছে গোল্ডেন লাইন

কিছু সংখ্যক নারী জনবল নিয়োগ দেবে করিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপরিচিত ট্রান্সপোর্ট কোম্পানি গোল্ডেন লাইন পরিবহন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, ‘সেলস অ্যান্ড ইনফোরমেশন এক্সিকিউটিভ’ পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন নারী জনবল নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ডিগ্রি বা সমমান পাস হতে হবে এবং কারিগরি শিক্ষাবোর্ড থেকে কম্পিউটার প্রশিক্ষণের ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। 

একই সঙ্গে জানানো হয়েছে যে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে তাদের অফিসে ঠিকানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

গোল্ডেন লাইন পরিবহনের অফিসের ঠিকনা- প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, গোল্ডেন লাইন পরিবহন, গোয়ালচামট, হেলিপোর্ট বাজার, ফরিদপুর।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর