
জুলাই-আগস্টে ছাত্রহত্যার অভিযোগে করা পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার সকালে তিন নেতাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারকে এবং বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তিন নেতাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে এই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আনা মামলাগুলোর তদন্ত চলছে।
- জেএন/এমজে