Logo

জাতীয়

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:০২

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন যুক্তিতর্ক শুনানি শেষে এ আদেশ দেন। 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বরকত উল্লাহ বুলু আদালতে হাজির হন। পরে যুক্তিতর্ক উপস্থাপনে তার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে বেকসুর খালাস প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাজা দাবি করেন।

পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৭জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরকত উল্লাহ, স্ত্রী মিসেস শামীমা আক্তার এবং ছেলে ওমর শরীফ মো. ইমরান (সানিয়াত) এর বিরুদ্ধে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মনজুর আলম রমনা মডেল থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসাধুপায়ে জ্ঞাত আয় বহির্ভূত চার কোটি ৮৯ লাখ ৬১ হাজার ২১১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জ করেন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিন কোটি ৩৭ লাখ ১৪ হাজার ১১৭টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদান করেন।

মামলাটি তদন্ত করে একই বছরের ২০ আগস্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মনজুর আলম।

পরে উচ্চ আদালত বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও ছেলের মামলা বাতিল করেন। বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে আনা ৫৮ লাখ ৪৬ হাজার ৫৬৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার বিচার চলে। ২০১৮ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৬৫ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর